কবিরা গুনাহের তালিকা ১০০ টি:---

 কবিরা গুনাহের তালিকা ১০০ টি:----

১/   শিরক করা।

২/   মা-বাবাকে কষ্ট দেওয়া।

৩/   আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা।

৪/   যিনা- ব‍্যাভিচার করা।

৫/    চুরি করা।

৬/    অন্যায়ভাবে কাউকে হত‍্যা করা।

৭/    কাউকে মিথ্যা অপবাদ দেওয়া।

৮/    মিথ্যা সাক্ষী দেওয়া।

৯/    না হক যাদু- টোনা করা। 

১০/ অঙ্গীকার ভঙ্গ করা।

১১/ আমানতের খেয়ানত করা।

১২/ গীবত করা।

১৩/ বিদ্রোহী বানানো, অর্থাৎ অধিস্থদেরকে মালিকের বিরুদ্ধে উস্কানি দেওয়া।

১৪/ নেশা যুক্ত জিনিস পান করা।

১৫/ অবৈধ যৌন উত্তেজনা সৃষ্টি করা।

১৬/ জুয়া খেলা ও লটারী ধরা।

১৭/ সুদ খাওয়া।

১৮/ ঘুষ খাওয়া।

১৯/ জোর-জুলুম করে অর্থ-সম্পদ লুটে নেওয়া।

২০/ অনাথ, এতিম বা বিধবার সম্পদ মেরে খাওয়া।

২১/ আল্লাহর ঘর যিয়ারত কারীদের সাথে দূর্ব‍্যবহার করা।

২২/ মিথ্যা কসম খাওয়া।

২৩/ কোন মুসলমানকে গালি দেয়া।

২৪/ জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া।

২৫/ ধোঁকা দেওয়া।

২৬/ অহংকার করা।

২৭/ বাদ‍্য বাজনা সহ নাচগান করা।

২৮/ ডাকাতি করা বা লুন্ঠন করা।

২৯/ স্থামীর নাফরমানী করা ( স্ত্রীর ক্ষেত্রে)।

৩০/ জায়গা জমির সীমানা নষ্ট করা।

৩১/ শ্রমিকের মুজুরী কম দেওয়া।

৩২/ ওজনে কম দেয়া।

৩৩/ দ্রব্য-সামগ্ৰীতে ভেজাল মিশ্রিত করা।

৩৪/ খরিদ্দারকে ধোঁকা দেয়া।

৩৫/ স্ত্রীকে তিন তালাক দিয়ে শর্তের সাথে হীলা করা।

৩৬/ নিজের অধীনস্থ মহিলাদেরকে পরপুরুষের সাথে অবাধ মেলামেশার সুযোগ দেয়া।

৩৭/ ঘোড় দৌড় বা রেস খেলা।

৩৮/ সিনেমা, টিভি ইত‍্যাদি দেখা।

৩৯/ পেশাব করে পানি না নেয়া বা পবিত্রতা অর্জন না করা।

৪০/ চোগলখুরি বা কূটনামী করা।

৪১/ গনক বা জ‍্যোতিষীর কাছে যাওয়া।

৪২/ মানুষ বা জীবের ছবি তোলা, ঘরে রাখা বা টাঙানো।

৪৩/ পুরুষের জন্য স্থর্ণের আংটি বা যে কোন ধরনের অলংকার পরা।

৪৪/ পুরুষের জন্য রেশমি পোশাক পরা।

৪৫/ মেয়ে লোকের জন্য শরীরের রুপ ও গঠন প্রকাশ পায় এমন কোন পোশাক পরিধান করা।

৪৬/ ঝগড়া বিবাদে মিথ্যা মামলা মোকদ্দমা দায়ের করা।

৪৭/ মৃত্যু ব‍্যাক্তির জায়েজ ওসিয়ত পালন না করা।

৪৮/ কোন মুসলমানকে ধোঁকা দেয়া।

৪৯/ গুপ্তচর বৃত্তি করা অর্থাৎ মুসলমান সমাজ ও রাষ্ট্রের গোপন কথা অন‍্য সমাজ বা রাষ্ট্রের কাছে প্রকাশ করা।

৫০/ পুরুষ হয়ে নারীর এবং নারী হয়ে পুরুষের বেশ ভুষা অবলম্বন করা।


৫১/ নোট বা টাকা জাল করা।

৫২/ অন্তর এত শক্ত করা যে, গরীব-দূঃখীর সীমাহীন কষ্ট দেখেও দরদ না লাগা।

৫৩/ ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারায় ত্রুটি করা

এবং দেশের জরুরী খাদ্য বা হাতিয়ার পাচার করা।

৫৪/ রাস্তা ঘাটে বা ছায়াদার,ফলদার গাছের নিচে মলমুত্র ত‍্যাগ করা।

৫৫/ ঘরবাড়ি, আঙ্গিনা, আসবাবপত্র, থালাবাসন, কাপড় চোপড় নোংরা রাখা এবং ভ্রান্ত ধ‍্যান ধারণায় মন মস্তিষ্ক গন্ধা করে রাখা।

৫৬/ হায়েজ বা নিফাস অবস্থায় স্ত্রী সহবাস করা।

৫৭/ যাকাত না দেয়া।

৫৮/ ইচ্ছা করে কোন নামাজ কাযা করা।

৫৯/ রমজানের রোজা না রাখা কিংবা রেখেও তা ইচ্ছে করে ভেঙ্গে ফেলা।

৬০/ জনগণের কষ্ট হওয়া সত্ত্বেও জীবিকা নির্বাহের উপযোগী খাদ্য দ্রব্য গুদামজাত করে রাখা

৬১/ ষাঁড়ের দ্বারা গাভীর এবং পাঁঠার দ্বারা ছাগীর পাল  দিতে না দেয়া।

৬২/ পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়া।

৬৩/ সামর্থ্য থাকার সত্ত্বেও ভিক্ষা করা।

৬৪/ পেশাদার ভিক্ষুকে ভিক্ষা দেয়া।

৬৫/ জনগণ যাকে চাইনা সে ব‍্যাক্তির বাদশাহী বা নেতৃত্ব করা।

৬৬/ নিজের দোষ না দেখে পরের দোষ দেখা।

৬৭/ বদগুমানী বা কারো প্রতি খারাপ ধারণা রাখা।

৬৮/ ইলমে দীনকে তুচ্ছ মনে করে তার অর্জন না করা।

৬৯/ বিনা প্রয়োজনে জনসম্মুখে সতর খোলা।

৭০/ মেহমানের খাতিরে আদর যত্ন ও অভ‍্যর্থনা না করা।

৭১/ ছেলেদের সাথে কুকর্ম বা সমকামী করা।

৭২/ যোগ‍্য সৎকর্মিকে নিযুক্ত না করে স্বজনপ্রীতি করা।

৭৩/ নিজের ইচ্ছা করে বা দাবি করে জোরপূর্বক কোন পদ দখল করা।

৭৪/ ইসলামী রাষ্ট্রের বিদ্রোহী হওয়া।

৭৫/ নিজের পরিবার পরিজনের খবর না নিয়ে তাদের দুনিয়া ও আখিরাতের কষ্টে ফেলা।

৭৬/ খৎনা না করা।

৭৭/ অসৎ কাজ দেখে সামর্থ্য থাকা সত্ত্বেও বাধা না দেয়া।

৭৮/ আত্মহত্যা করা।

৭৯/ ফরজ গোসলে অনর্থক দেরি করা।

৮০/ অন্যায়ের সমর্থন করা।

৮১/ পেশাব পায়খানা করে ঢিলা, কুলুখ বা পানি ব্যবহার না করা।

৮২/ নাভীর নিচের পশম, বগলের পশম,নখ বাড়িয়ে রাখা।

৮৩/ উস্তাদ ও পীরের সাথে বেয়াদবী করা এবং আলেম ও হাফেজদের অমর্যাদা করা।

৮৪/ শুকুরের গোশত খাওয়া।

৮৫/ হস্ত-মৈথুন করা।

৮৬/ তামাশা দেখার জন্য ষাঁড়, কবুতর বা মোরগ ইত‍্যাদির লড়াইয়ে আয়োজন করা।

৮৭/ কুরআন শরীফ পড়ে ভুলে যাওয়া।

৮৮/ কোন জীবন্ত জীবকে আগুন দিয়ে পুড়িয়ে মারা।

৮৯/ আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া।

৯০/ আল্লাহর আযাব হতে নির্ভীক হওয়া।

৯১/ হালাল জানোয়ারকে গাইরুল্লাহর নামে যবেহ করা বা ভিন্ন উপায়ে মেরে খাওয়া।

৯২/ অপচয় বা অপব‍্যয় করা।

৯৩/ বখিলী কৃপনতা করা।

৯৪/ রাষ্ট্রীয় ক্ষমতা থাকা সত্ত্বেও ইসলামী আইন প্রবর্তন না করা।

৯৫/ ইসলামের নিয়ম অনুসারে আইন কানুন জারী হওয়া সত্ত্বেও কোন আইন অমান‍্য করা বা রাষ্ট্রদ্রোহিতা করা।

৯৬/ ডাকাতি, লুটতরাজ বা পকেটমারী করা।

৯৭/ তুচ্ছতাচ্ছিল্য সাথে ব‍্যঙ্গ বিদ্রুপ করে কাউকে ডাকা, যেমন-বান্দির বাচ্চা।

৯৮/ বিনা অনুমতিতে কারো বাড়িতে বা ঘরে বা খাস কামরায় প্রবেশ করা।

৯৯/ মানুষের মনে কষ্ট হয় এমন দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়া দেখে খুশি হওয়া।

১০০/ গরীব হওয়ার কারণে কোন মুসলমানকে টিটকারী করা।


১০১/ বিদআত কাজ করা বা জারি করা।

১০২/ দুনিয়া হাসিলের জন্য ইলমে দ্বীন শিক্ষা দেয়া।

১০৩/ ইলম গোপন করা।

১০৪/ জাল হাদিস বর্ণনা করা।

১০৫/ গুনাহের কাজে মান্নত করা।

১০৬/ প্রজাদের অধিকার খর্ব করা, অর্থাৎ জনগণের হক আদায় না করা।

১০৭/ অবৈধ ট‍্যাক্স উসূল করা।

১০৮/ বিনা প্রয়োজনে ঋণ বাঁধিয়ে সেই ঋণী অবস্থায় মৃত্যু বরন করা।

১০৯/ দুমুখো স্বভাব ইখতিয়ার করা।

১১০/ মহিলাদের খুশবু লাগিয়ে বাইরে বের হওয়া।

১১১/ বিজাতীদের অনুকরণ করা, অর্থাৎ চুল কাটা, টাকনুর নিচে কাপড় পরা ইত‍্যাদি।

১১২/ গোঁফ বড় করে রাখা।

১১৩/ অন‍্যের চুল ব‍্যবহার করা, পরচুলা যা বাজারে বিক্রি হয়।

১১৪/ যথার্থ কারণ ছাড়া কাউকে অভিশাপ দেয়া।

১১৫/ অহেতুক কুকুর প্রতিপালন করা।

১১৬/ মাতম ও শোক প্রকাশ করা।

১১৭/ একাধিক স্ত্রীদের মধ্যে সমতা রক্ষা না করা।

১১৮/ সাহাবায় কেরামকে মন্দ বলা বা তাদের সমালোচনা করা।

১১৯/ হক্কানী উলামায়ে কেরামের সাথে বিদ্বেষভাব পোষণ করা।

১২০/ বিনা দাওয়াতে কারও বাড়ি মেহমান হয়ে আহার করা।


কবিরা গুনাহের তালিকা ১০০ টি:--- কবিরা গুনাহের তালিকা ১০০ টি:--- Reviewed by Adam Blog on October 25, 2022 Rating: 5

দান সদকা

statistics

Search This Blog

Subscribe

Powered by Blogger.