প্রচলিত শিরক বা শির্ক এর তালিকা----1

 



প্রচলিত শিরক বা শির্ক এর তালিকা


আপনি ছিলেন বলেই আজকে রক্ষা পেলাম** **মাঝি ভাল বলে নৌকা ডুবল না** **ড্রাইভার ভাল বলে দুর্ঘটনা ঘটলো না** **আমি আপনার উপরই ভরসা করছি** **আপনি ছাড়া আর কে সাহায্য করবে** **দয়াল বাবা, পীর বাবা, দয়ার নাবী আমাই রক্ষা কর** **তুমই শুধু আমার একমাত্র ভহরসা** **তুমই শুধু আমার একমাত্র আমাকে বাচাতে পার** **কোন পুরুষের প্রথম স্ত্রী মারা জাবার পর দ্বিতীয় বিয়ের পর দুটি মূর্তি করে ঘরে রাখা হয় যেন প্রথম স্ত্রী দ্বিতীয়কে জ্বালাতন না করে***৭৮৬ কে আল্লাহ্‌র নাম বা বিসমিল্লাহ মনে করলে শিরক হয়*** ((এটা আমাদের সমাজে বহুল প্রচলিত শিরক।))*হাতে যেকোনো ধরনের সূতা বাঁধা শিরক*** ***কোমরে কাল সূতা বা ডোরা বা বিছাহ বাঁধা শিরক *** *** ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয়া শিরক *****আল্লাহ ব্যতিত অন্য কিছুর কসম যেমন কুরআনের কসম আমার ছেলের কসম, মাথার, চোখের কসম, মায়ের কসম, বাঁশের কসম, মাটির কসম, ** **মসজিদ দাঁড়াইয়া বলছি ,এই বলে কসম করা শিরক**


———————————————————

**যাত্রা শুরুর সময় যে কোন বাধা পাওয়া ((যেমনঃ-পায়ে হোঁচট খাওয়া, পেছন থেকে ডাকা)) যাত্রা অশুভ বলে ধারণা করাও শিরক** **রাতের বেলা ঝাড়ু দিয়ে বাইরে ফেলা জাবেনা মনে করলে শিরক শিরক হয়** **রাতে টাকা ধার দেয়া জাবেনা, ধার দিলে অমঙ্গল হবে বলে মনে করা শিরক** **রবিবারে(বা যেকোন particular দিন এ) বাঁশ কাটা জাবেনা** **সকালে যে কোন শানা বা ভর্তা আথবা ডিম খেয়ে সফরে যাওয়া যাবেনা** **মহরম মাসে বিয়ে করা যাবেনা** **সকালে বা যেকোনো সময় বাড়িতে কোদাল কাধে করা যাবেনা** **সন্ধ্যার পর কোন কিছু লেনদেন করা যাবেনা (বাড়ীতে)** **জামা বা জোড়া কলা খেলে জামা বা জোড়া সন্তান হয়** **দুর্ঘটনা না ঘটার কারণ মণে কোরে((গাড়ীর সামনে বা পেছনে টায়ার, জুতা অথবা স্যান্ডেল ঝুলিয়ে রাখলে। ))**

আল্লাহর গুনবাচক নামে অন্য কাউকে ডাকা শিরক

(যেমন কুদ্দুস, রাহমান, রহীম, জাব্বার, সালাম, মুমিন ইত্যাদি) (সুরা ইসরা আয়াত ১১০)

—–> এইসব নাম রাখতে অথবা ডাকতে হলে অবশ্যই এর আগে “আব্দুর” বা “আব্দুস” ইত্যাদি লাগাতে হবে।

যেমন আব্দুর রহমান। এর মানে রহমান এর গোলাম। এটা এখন ঠিক আছে।

———————————————————



প্রচলিত শিরক বা শির্ক এর তালিকা----1 প্রচলিত শিরক বা শির্ক এর তালিকা----1 Reviewed by Adam Blog on March 24, 2023 Rating: 5

দান সদকা

statistics

Search This Blog

Subscribe

Powered by Blogger.